করোনায় করেছে সবাইকে ক্লান্ত | বিপাশা কি পারবে এই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে?
করোনায় করেছে সবাইকে ক্লান্ত। সম্বল হীন মানুষ কাজকর্ম খুইয়ে হয়েছে অসহায়। বিশেষ করে অভিনয় জগতে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিভিন্ন নেশাকে পেশা করে জীবন অতিবাহিত করত যারা, তাদের প্রাণ এই মুহূর্তে সত্যিই ওষ্ঠাগত। জীবনের প্রতি সকল আস্থা তারা আজ খোয়াতে বসেছে। সারা বিশ্বের ফিল্ম জগতে বহু কলাকুশলী দৈনিক রোজগারে সংসার চালান।তাদের অবস্থা আজ সত্যিই শোচনীয়। কবে ফিরবে দেশের হাল? সত্যিই কি তারা পারবে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে?নাকি বেছে নিতে হবে অন্য কোনো পথ ?
সিনেমা জগতে নবাগতা দের প্রায়ই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে । এই পরিস্থিতিতে আজকের গল্পের প্রধান চরিত্র বিপাশা কি পারবে এই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে? জানতে হলে দেখতে হবে
"এ.এম.এস. মোশন পিকচার্স" নিবেদিত স্বল্পদৈর্ঘ্যৈর ছবি "আস্থা"।
পরিচালনায়- রশ্মি মুখোপাধ্যায়।
অভিনয়ে -দিব্যেন্দু শেখর, বিপাশা, সুমন, অর্পণ, সমীর এবং রাজু
অবশেষে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেইসবুক পেজ টি ও ফলো করতে ভুলবেন না। আরো নিত্যনতুন আপডেট পেতে এই ব্লগ টি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন।
অবশেষে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেইসবুক পেজ টি ও ফলো করতে ভুলবেন না। আরো নিত্যনতুন আপডেট পেতে এই ব্লগ টি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন।
AMS Motion Pictures
Comments
Post a Comment