Swapno Uran
আমরা অনেকেই মনে করি স্বপ্ন মানেই একটি নিছক কল্পনামাত্র। কিন্তু স্বপ্ন মানেই নিছক কল্পনা নয়.. আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি তার সাথে হয়তো বাস্তবে কোন মিল থাকে না কিন্তু বাস্তব জীবনের অনেক কিছু থেকেই আমাদের চোখে স্বপ্ন টা আসে ..স্বপ্ন মানে গন্তব্য , প্রতিটা মানুষ তার জীবনকে নিয়ে স্বপ্ন দেখে , আর সেই স্বপ্নটাই তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে.. ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টিই জীবন..প্রতিটি চিন্তা, প্রতিটি স্বপ্ন প্রভাবিত করে জীবনকে। কিন্তু শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হয় না স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে লাগে অক্লান্ত পরিশ্রম... ড: এ পি জে আব্দুল কালাম বলে গেছেন :- সেই স্বপ্নটা দেখো যেটা তোমাকে ঘুমাতে দেবে না
আমাদের গল্পের ছোট্ট সুকন্যাও স্বপ্ন স্বপ্ন দেখে , একটা সুন্দর জীবনের। কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো কেউই নেই তার জীবনে । তার স্বপ্ন পূরণ করার জন্য কেউ কিএগিয়ে আসবে ? না কি তার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে ?
জানতে হলে দেখতে হবে আমাদের বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি " স্বপ্ন উড়ান " শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে.. এই সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন :- রশ্মী , তিয়াসা , সুমন্ত , সায়নী , তাপস , শম্পা
Comments
Post a Comment