International Nurses Day 2020 / A voice to lead - Nursing the World to Health
পৃথিবীতে আজ এই সংকটের দিনে যারা অবিরত মানুষের সেবায় নিজেদের জীবন নিয়োজিত করেছেন তাদের জানাই প্রণাম।প্রতি বছর সারা বিশ্বে ১২ই মে পালিত হয় International Nurses Day. COVID 19 অর্থাৎ করোনা ভাইরাস এর প্রকোপে যখন সারা বিশ্ব জর্জরিত তখন দিন রাত আমাদের সকল কে পরিষেবা দিয়ে চলেছেন এই নার্স দিদিরা। এই Lockdown এর মধ্যে থেকে AMS MOTION PICTURES এই সকল সেবিকা ও ডাক্তারদের জন উৎসর্গ করলো ছোট্ট একটি নিবেদন, "KARTAVYA" একটি স্বল্প দৈর্ঘের হিন্দি ছবি. চিত্রনাট্য রূপায়ণে সায়ানি। অভিনয়ে বিপাশা (চাইনা), রশ্মি এবং AMS এর নবগোতা অনুষ্কা। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ মুখার্জ্জী। এই প্রয়াস এ সঙ্গে থাকতে অবশ্যই দেখুন AMS MOTION PICTURES Youtube চ্যানেল এ "KARTAVYA" ।উল্লেখযোগ্য বিষয় যে, সকলেই যে যার নিজের ঘরে থেকেই এই কাজ টি করেছেন। অবশেষে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেইসবুক পেজ টি ও ফলো করতে ভুলবেন না। আরো নিত্যনতুন আপডেট পেতে এই ব্লগ টি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন।
AMS Motion Pictures
Comments
Post a Comment