বৃষ্টিমুখর রাত | প্রেমিক যুগল | দুরন্ত প্রেম | কি করল তারা? |




বাস্তব জগতের সাথে স্বপ্নের জগতটার  অনেক পার্থক্য আছে  এটা আমরা কেউ বুঝতে চাই না ..আমরা প্রত্যেকে বাস্তববাদী এটা কিন্তু সত্যি কথা  নয়...যদিও কঠিণ বাস্তবতাকে সামনে রেখে আমরা পথ চলি ..তারপরও আমরা আশা করি , নতুন কিছু হবে, আমরা নতুন কিছু পাবো ..আমরা যে স্বপ্নটা দেখি সেটাকেই বাস্তব ভেবে ফেলি..  কিন্তু আসলেই আমরা সকলেই স্বপ্নবিলাসী..

হাই স্পিড লাভ বা দুরন্ত প্রেম... কথাটা শুনতে বড় অদ্ভুত লাগছে না ? আদৌ  কি দুরন্ত প্রেম বলে কিছু হয় নাকি সবটাই মানুষের বোঝার ভুল ? এক বৃষ্টিমুখর রাতে দুই অল্প বয়সী প্রেমিক যুগল এসে পৌঁছায় শহরের এক অতি সাধারণ হোটেলে.. রাত টুকু কাটানোর আশায়.. হোটেল মালিক এবং তার ভাগ্না তখন  নেশায় বুঁদ... নেশাতুর চোখ গিয়ে পরল সে প্রেমিকযুগলের উপর... তারপর কি করল তারা?? কিবা এমন দেখলো??এইসব জানতে হলে দেখতে হবে এ এম এস  মোশন পিকচার্স প্রযোজিত অনিমেষ মুখার্জী পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি "হাই স্পিড লাভ"..

এতে অভিনয় করেছেন চায়না রায়, শুভ বিশ্বাস ,তাপস বালা , দেবাশীষ কীর্তনীয়া ,শম্পা বিশ্বাস, রাজন্য পাল

অবশেষে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেইসবুক পেজ টি ও ফলো করতে ভুলবেন না।  আরো নিত্যনতুন আপডেট পেতে এই ব্লগ টি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন।


AMS Motion Pictures

Comments