ভালোবাসার মানুষ যখন পেইং গেস্ট | তার শেষ পরিণতি কি ? |
আপনার ভালোবাসার মানুষ যখন আপনার বাড়ির পেইং গেস্ট....
ওই যে কথায় আছে "সোনায় সোহাগা"। ঠিক তেমনি। তখন আর পাঁচটা প্রেমিক-যুগলের মতো ভালোবাসা থেমে থাকবে না করোনার লকডাউনেও। অবাধ ঝরনাধারার মতো সে বয়ে চলবে আপন গতিতে। এই সহজ কথাটা সব সময় সত্য, তা সে সামাজিক বাধা থাক, বা না থাক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত প্রতিকূলতায় আপনি আপনার ভালোবাসাকে জয় করতে আদৌ কি পারছেন, না তার থেকে শুধুই পাচ্ছেন অকস্মাৎ কোন আঘাত, এবং তার শেষ পরিণতি কি, সে বিষয়ে জানার জন্য জিজ্ঞাসু মন উৎসুক হয়ে থাকছে।
কিন্তু চিন্তা নেই। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আজকের ছোটগল্প "এ.এম. এস. মোশন পিকচার্স" নিবেদিত "পেইং গেস্ট" থেকে।
পরিচালনায়, গল্প ও চিত্রনাট্য- অনিমেষ মুখার্জী, অভিনয়ে- উৎস, বিপাশা, দেবযানী এবং জয়িতা। তাই অবশ্যই দেখুন "পেইং গেস্ট"।
অবশেষে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেইসবুক পেজ টি ও ফলো করতে ভুলবেন না। আরো নিত্যনতুন আপডেট পেতে এই ব্লগ টি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন।
AMS Motion Pictures
Comments
Post a Comment